তালায় ডিস ক্যাবল লাইনের গ্রাহক হয়রানির অভিযোগ
সাতক্ষীরার তালায় ডিসের ক্যাবল লাইনে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। তালার হাজরাকাটি গ্রামের মানুষ ডিসের লাইনের টেলিভিশনে কোন চ্যানেল দেখতে পাইনা ভালোভাবে, অধিকাং সময় চ্যানের ঝিরঝির করে ও নতুন সংযোগের জন্য অতিমাত্রায় টাকা দাবি করে।
অভিযোগ সুত্র প্রকাশ, তালার হাজরাকার্টি গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে ডিসর লাইন থাকলেও কোন চ্যানেল ধরেনা। একটু বৃষ্টি নামলে তো আর কোন কথায় নেই। একাধারে লাইন বন্ধথাকে সপ্তাহের পর সপ্তাহ কিন্তু মাস শেষ না হতেই গুনতে হয় মাসের বিল। বিলের টাকা দিতে দেরি হলেই শুরু হয় বিভিন্ন হুমকি ধামকি দেয় অপরেটর সুলাইমান। এমরকি কাউকে না জানিয়ে কাঁটা হয় ডিসের ক্যাবল লাইনের তার।
এ ব্যাপারে হাজরাকাটি গ্রামের ডিস গ্রহক জহুর আলী প্রতিবেদককে জানান, তালার ডিসের লাইনে কোন চ্যালেন ধরেনা, ঝিরঝির করে। আমরা দেশের কোন সংবাদ ভালোভাবে টিভিতে দেখতে পাইনা। অন্যদিকে বলানেই কয়ানেই সুলাইমান লাইনের তার কেঁটে দিয়েযায়। আবার কয় জরিমানা দাও।
একই অভিযোগ করে অন্য গ্রাহকরা বলেন, ভাই বলে আর কি করবো ক্ষমতার দাপট দেখায় সুলাইমান । এইনিয়ে হাতাহাতি হয়েছে এলাকর বিভিন্ন মানুষদের সাথে কয়েক বার। এক পর্যায়ে হাজরাকাটি কাজারের দোকানদার মতিউর রহমানের দোকানের ডিসের তার কাটতে গেলে গণÑধুলাই খায় সুলাইমান।
অন্যদিকে অন্য এক গ্রাহক হবি শেখ জানান, আমার বাড়িতে ডিস লাইনের তার দেবে বলে ১০০হাত তারের জন্য ৬ হাজার টাকা দাবি করে। এব্যাপারে অভিযোগ অস্বিকার করে অপরেটর সুলাইমান বলেন , ডিসের বিল বাকি আছে, আমাদের বস জিকু ভাই বলেছে লাইন কেটে দিতে । আমি কর্মচারি আমার কাজ আমি করেছি মাত্র।
অভিযোগের বিষয় নিয়ে তালার ডিস অফিসের প্রধান জিকুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন , আমি ব্যাস্ত আছি পরে কথা বলবো এবং পুণরায় যোগাযোগ করার চেষ্টা করাহলে তিনি ফোন রিসিভ করেনি।