তালায় জেঠুয়া গ্রামের তিন রাস্তা মোড় থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
তালায় প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে তালা থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার জেঠুয়া গ্রামের তিন রাস্তা মোড় নামক ঈদগাহ মাঠ থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে ম্যাগনেট, স্বর্ণ, তামা ও রূপা জাতীয় পদার্থ মাটির নিচ থেকে খুঁজার জন্য ব্যবহৃত দুইটি ম্যাশিন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ অব্দুল মজিদের ছেলে শেখ লিটন ইসলাম (৩২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বন্তবাগ গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে আলমগীর হোসেন শুভ(৩৮), তালা নেহালপুর গ্রামের রেজওয়ান শেখে এর ছেলে ফারুক হোসেন (২২), নারানপুর গ্রামের রফিকুল মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২৬), চাঁদকাটি গ্রামের জব্বার গাজীর ছেলে শাহিন আলম (৩২)।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেঠুয়া গ্রামের তিনরাস্তা মোড় নামক ঈদগাহ মাঠ থেকে তাদের আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত দুই আসামীকেও আটক করা হয়েছে। মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।