শনিবার শ্রীলঙ্কা যাচ্ছে ১০ জনের বাংলাদেশ দল
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ১৪ সদস্যের বাংলাদেশ দল। তবে এর মধ্যে ৪ জন দলের সঙ্গে একই বিমানে চড়ে যেতে পারছেন না শ্রীলঙ্কায়।
এই চার ক্রিকেটার হলেন-এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর রুবেল হোসেন। এরা সবাই চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম দুটি খেলবেন, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ জুলাই।
বুধবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ২০ জুলাই শনিবার। এই চার ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন দুদিন পর অর্থাৎ ২২ জুলাই।
জাতীয় দলের নির্বাচক এবং ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার জানিয়েছেন, মূলত ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটাতেই এই চার ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত।
এর মধ্যে এনামুল হক বিজয় ছাড়া বাকি তিন ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি।