ডিবি গার্লস স্কুলের সভাপতির হজ্ব গমনে দোয়া
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান সস্ত্রীক পবিত্র হজ্ব ব্রত পালনের জন্য ২০জুলাই ২০১৯, শনিবার সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা দিবেন। এ কারণে ১৮ জুলাই, বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা থেকে ঢাকা গমন করবেন।
হজ্বব্রত পালন উপলক্ষে বুধবার (১৭ জুলাই ২০১৯) বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল, শিক্ষার্থী খাদিজা খাতুন, জান্নাতুল ফেরদাউস মিম, তন্বী খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদার, সেলিম হোসেন, সহকারি প্রধান, শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, খালেদা খাতুন, শামীমা আক্তার, গীতা রানী সাহা, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, সঞ্জয় দাস, আনন্দ পাল, রবিউল ইসলাম, লুৎফর রহমান, লুৎফুন্নাহারসহ স্কুলের শিক্ষার্থীরা।