তালায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ খেলা চলাকালীন সময়ে খেলোয়ারদের মারধোর
সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ খেলা চলাকালীন সময়ে খেলোয়ারদের মারধোর করার অভিযোগ উঠেছে দঃ বারইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফিজুর রহমানেরর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫ টার দিকে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা চলাকালীন সময়ে এ মারধোরেরর ঘটনা ঘটেছে।
অভিযুক্ত মোঃ হাফিজুর রহমান পেশায় তিনি শিক্ষক। তালা সদরের দক্ষিণ বারইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্টিত হচ্ছিলো আজ। এ সময়ে হাফিজুর রহমানের স্কুলের বাচ্চার ভাল খেলতে পারছিলো না। প্রতিপক্ষ দল লাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাচ্চারা ভাল খেলা করছিলো। প্রতিপক্ষদের ভাল খেলতে দেখায় হিংসাত্বক ভাবে লাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের
উপরের চড়াও হয়ে এক পর্যায়ে মারধোর করেন এক খেলোয়ারকে। এ মারধোরের ঘটনা দেখে সাধারণ দর্শক ওই অভিযুক্ত শিক্ষক কে তাড়া করেন।পরবর্তীতে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান পালিয়ে চলে যায়।
জানা যায়, আজকের এই আপত্তিকর ঘটনা ছাড়াও এর আগে অনেক বহু অপকর্মের অভিযোগ রয়েছে এই শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, বেতন কর্তন করা হবে ওই শিক্ষকের। তাছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন কনা হবে