৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী শ্রেণি কক্ষ নির্মাণ কাজ শুরু
মঙ্গলবার (১৬ই জুলাই) সকাল দশটার সময় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী শ্রেণি কক্ষ নির্মাণ কাজ শুরু হয়েছে। এলজিইডি আশাশুনি অফিস থেকে এ নির্মাণ কাজের ব্যয় মিটানো হবে বলে জানা যায়। প্রকল্প ব্যয় দুই লক্ষ টাকা। বর্তমানে বিদ্যালয়টিতে পুরাতন ভবন ভেঙে ফেলার কারনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়। এ অস্থায়ী শ্রেণী কক্ষ নির্মাণের
ফলে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ অনেকটা ভাল হবে। নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিম রেজা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনতি রায়,সহকারি শিক্ষক মন্ডলীসহ অভিভাবকবৃন্দ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনতি রায় বলেন এ অস্থায়ী শ্রেণী কক্ষ নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানে কষ্ট কিছুটা লাঘব হবে।এলাকাবাসীর দাবি দ্রুত বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ করা হোক।