নির্ভীক সংবাদের সম্পাদক আসাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন
সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক নির্ভীক সংবাদের সম্পাদক একরামুল হক আসাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১২ টার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর বারাত বিদ্যালয়ের সামনে এ মাবনবন্ধন কর্মসূচী পালিত হয়। তালার কুমিরা গ্রামের সন্ত্রাসী শেখ বোমা কুদ্দুস, মনোহরপুর গ্রামের শফিকুল ও মালেক গাজীর গ্রেফতারের দাবীতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বারাত, মনোহরপুর, জগনান্দকাটি, বকশিয়া সহ ৪ গ্রামবাসী ও সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য রাখেন পাটকেলঘাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সাংবাদিক নজরুল ইসলাম রাজু, বিশিষ্ট সমাজ সেবক ইন্দ্রজিৎ সাধু ও মুশফেকুজ্জামান প্রমূখ।
বক্তরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেন। বক্তরা বলেন স্কুলের মিটিং এ বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট সাংবাদিক একরামুল হক আসাদ মোজাম আলীর নিকট প্রতিষ্ঠানের পাওনা দুই লক্ষ টাকা পরিশোধের জন্য তাগিত দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন। এঘটনার পর তাকে জীবন নাশের হুমকি দিলে ৮জুলাই তিনি পাটকেলঘাটা থানায় একটি জিডি করেন। এঘটনার ৫ দিন পর ১৪ জুলাই মির্জপুর বাজারে বসে থাকা অবস্থায় ইউপি সদস্য শেখ কুদ্দুসের নেতৃত্বে মনোহরপুর গ্রামের শফিকুল ও মালেক গাজী সাংবাদিক আসাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।