হাওড়ার বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত
দু’দিনের বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হয়ে অনেক বাড়িঘরে পানি উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দু’দিনের টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানির তোড়ে মোগড়া ইউনিয়নের খলাপাড়া, ধাতুর পহেলা, কুসুমবাড়ি, কর্নেল বাজার নিচু এলাকার বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। পানিবন্ধী হয়ে পড়েছে এলাকার নিম্ন আয়ের অনেক গরিব লোকজন।
মো. ইউপি সদস্য মো. আওয়াল মিয়া জানায়, সকালে ধাতুর পহেলা এলাকায় হাওড়া নদীর বাধ ভেঙে নিচু এলাকায় পানি উঠে পড়ে।
এদিকে বিকেলে ইউএনও তাহমিনা আক্তার রেইনা হাওড়া বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, হাওড়ার বাঁধ ভেঙে মোগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৫টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নিম্ন এলাকার বেশ কয়েকটি পুকুরের মাছ পানির তোড়ে ভেসে যায়। গাছপালা ও ধানক্ষেতের কিছু ক্ষতি হয়েছে।