আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই বাছাই শুরু কাল
আশাশুনি উপজেলায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছিল। যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচিত “ক” গ্রুপের প্রতিবেদন ভুক্তদের পুনঃ যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে কাল (মঙ্গলবার) থেকে। উপজেলার ১১ ইউনিয়নের “ক”
প্রতিবেদন-ভুক্ত ১৮৪ জনকে ১৬ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সকাল ৯.৩০ হতে দুপুর ১২ টা এবং দুপুর ২.৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত পুনঃ যাচাই বাছাই করা হবে। ১৬ জুলাই শোভনালী ইউনিয়নের ২ জন, কুল্যার ১১ জন, বুধহাটার ৩ জন,
দরগাহপুরের ২০ জন মোট ৩৬ জনকে যাচাই বাছাই করা হবে। ১৭ জুলাই আশাশুনি সদরের ১৫ জন ও শ্রীউলার ১৯ জন মোট ৩৪ জনকে, ১৮ জুলাই খাজরার ৪৩ জনকে, ২২ জুলাই বড়দলের ৪৬ জনকে এবং ২৩ জুলাই আনুলিয়ার ৪ জন,
প্রতাপনগরের ৬ জন ও কাদাকাটি ইউনিয়নের ১৫ জন মোট ২৫ জনকে যাচাই বাছাই করা হবে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে সংশ্লিষ্ট যাচাইযোগ্য বীরমুক্তিযোদ্ধাগণকে উপস্থিত থাকতে এবং ভারতীয় লাল তালিকাভুক্ত
বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।