আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডভোকেট ফারুক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এ্যাড. মোল্লা মো.আবু কাওছার। উদ্বোধক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরল ইসলাম প্রমুখ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাঈদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. তাপস পাল, প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আজিজুলম, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ। সম্লেনে সকলের সম্মতিক্রমে এ্যাডভোকেট ফারুক হোসেনকে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. জাহাঙ্গীর হোসেনকে পৌর কমিটির সভাপতি ও জিয়াউল হক বনিকে সম্পাদক ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেশের একটি সুশৃঙ্খল দল। দলের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবকলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবকলীগের নেতা কমীদের ভূমিকা রাখতে হবে।