সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ
সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ‘ফনি’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়েজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকতে আমার এলাকার অসহায় মানুষ ত্রাণ ও টিনের জন্য কষ্ট পেতে পারেনা। সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ ‘ফনি’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য নিজ উদ্যোগে ত্রাণ বরাদ্ধ এনেছিলাম। আমার জীবদ্দশায় আমার এলাকার অসহায় দরিদ্র মানুষকে কষ্ট পেতে দেবনা। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই বারবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যউন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৩টি পরিবার ও ৮টি প্রতিষ্ঠানের মাঝে ১৫০ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।