গত ৪ বছরে স্বামীর হাতে ধর্ষিত ৩২৬৫!
চার বছরে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কমপক্ষে ৩,২৬৫ জন নারী। সরকারি পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। যদিও সমাজকর্মীদের মতে, বাস্তবে এই সংখ্যা আরও কয়েকগুণ বেশি। ভারতের কেরালা প্রদেশে ঘটছে এমন ঘটনা। সেখানে স্বামীদের দ্বারা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক ভাবে ধর্ষিত হলেও সামাজের ভয়ে এই মহিলারা প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।
কেরালা রাজ্য সমাজকল্যাণ পর্ষদের পরিসংখ্যান অনুসারে, পারিবারিক হিংসার শিকার নারীদের কাউন্সেলিং এবং সহায়তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে রাজ্যে এ ধরনের মোট ১৪টি কেন্দ্র আছে। ২০১৫ সালের পারিবারিক হিংসা প্রতিরোধ আইনে নির্যাতিত নারীদের সহায়তার জন্য এই ধরনের কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৫-১৬ সালে রাজ্যজুড়ে ৬০৫১টি পারিবারিক হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৭১৬টি মামলায় নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আর ২০১৭-১৮ সালে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কেরালার ৯১৫ জন নারী।