আশাশুনিতে নগদ টাকাসহ ১২ লক্ষ টাকার মালামাল চুরি :থানায় অভিযোগ
আশাশুনিতে ঘরের গ্রীল কেটে ও তালা ভেঙ্গে নগদ টাকাসহ ১২ লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
আশাশুনি সদরের মৃত আফতাব উদ্দিন সানার ছেলে গোলাম মোস্তফা তার স্ত্রী, ছেলে ও কন্যাকে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘরের গ্রীলে তালা আটকে কালিগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ির ভাড়াটিয়া সাহেদ হোসেনও চাকুরির দায়িত্ব পালনে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা বারান্দার গ্রীল কেটে ভিতরে ঢুকে আলমারী ও ওয়ারড্রাপ ভেঙ্গে ব্যবসায়িক ও ঘেরের মাছ বিক্রয়ের নগদ ৫ লক্ষ টাকা এবং ১৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৭ লক্ষ ২৫ হাজার টাকা। একই সাথে ভাড়াটিয়ার একটি ল্যাপটপও চুরি করে নিয়ে যায়। নগদ টাকাসহ সর্বমোট ১২ লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি গেছে। এব্যাপারে গোলাম মোস্তফা সানা বাদী হয়ে থানায় লিখিত এজহার দায়ের করেছেন। পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম ও এসআই বেল্লাল হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।