প্রথমবার ঢাকায় আসছেন জিৎ-কোয়েল
দীর্ঘ দুই বছর পর ‘শুরু থেকে শেষ’ শিরোনামের ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল মল্লিক। এই ছবিটি ১৯ জুলাই সারাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন ছবিটির আমদানিকারী প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। আর এই ছবির মাধ্যমে ঢাকার দর্শকরা প্রেক্ষাগৃহে প্রথমবার জিৎ ও কোয়েল জুটির ছবি দেখতে পাবেন।
সেলিম খান বলেন, ‘শুরু থেকে শেষ’ ছবিটির সেন্সরের অপেক্ষায় আছি আমরা। ছবির মুক্তির তারিখও নির্ধারণ করেছি। সবকিছু ঠিক থাকলে ১৯ জুলাই সারাদেশে মুক্তি পাবে ছবিটি।
সেন্সর বোর্ড সুত্রে জানা গেছে, এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। আর বুধবার ছবিটি সেনস্র বোর্ডে প্রদর্শিত হবে।
এ ছবির মাধ্যমে দুই বছর পর জুটি হয়েছেন জিৎ-কোয়েল। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এর আগে এই জুটিকে ২০১৭ সালে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের ‘বেশ করেছি, প্রেম করেছি’ ছবিতে।