দেবহাটায় ৬টি ব্রীজ নির্মাণ প্রকল্পের লটারির মাধ্যমে টেন্ডারের ড্র অনুষ্ঠিত
২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত গ্রামীণ রাস্তায় কম-বেশী ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দেবহাটায় ৬ টি সেতু/কালভার্ট নির্মাণে লটারির মাধ্যমে টেন্ডারের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুধবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয়ে এসকল প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিলকৃত দরপত্র লটারির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। প্রকল্প গুলোর মধ্যে উপজেলার রঘুনাথপুর নারায়ণ চন্দ্রের বাড়ীর সামনে খালের ওপর ৩৬ ফুট দৈঘ্যৈর ব্রীজ নির্মাণ প্রকল্পটি লটারির মাধ্যমে সখিপুরের মেসার্স সরদার ইন্টারপ্রাইজ, নাজিরের ঘের জামে মসজিদের উত্তর পাশে
সুবর্নাবাদ-পুটিমারী খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্পটি সাতক্ষীরার মেসার্স এমএস ট্রেডার্স, চিনেডাঙ্গা ব্রেশপোতা খালের ওপর ৩২ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্পটি পারুলিয়ার মেসার্স সালেহা ইন্টারপ্রাইজ, কাঠমহল কমিউনিটি ক্লিনিকের সামনে বড়হুলা সতাসতীর খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্পটি সাতক্ষীরার মেসার্স এস ইন্টারন্যাশনাল, কুলিয়া ইউনিয়নের বাগমারী-কুমিরমারী সংযোগ খালের
ওপর সাত্তারের বাড়ীর পাশে ৩৬ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্পটি কালীগঞ্জের প্রভাবতী ট্রেডার্স এবং কামিনীবসু ও তারারটেক সড়কে কামিনীবসু খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্পটি লটারীর মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স সালেহা ইন্টারপ্রাইজ। এসকল প্রকল্পের লটারীর ড্র অনুষ্ঠিতের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান সহ দরপত্র দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।