কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরু করলো ডিজিটাল হাজিরা কার্যক্রমে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে স্থাপিত ডিজিটাল এ্যাটেন্ডেন্স ডিভাইস এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ্ নেওয়াজ। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মুখে ডিজিটাল এ্যাটেন্ডেন্স ডিভাইসে হাতের অঙ্গুলি স্পর্শ করিয়ে প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ সকল শিক্ষকমন্ডলী তাঁদের
দৈনিক হাজিরার ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করেন। যা সঙ্গে সঙ্গে নিবন্ধিত হয়ে যাচ্ছে ল্যাপটপে। হাজিরার এই তথ্য উপজেলা বা জেলা শিক্ষা অফিসে মুহূর্তে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল এই হাজিরা কার্যক্রম উপজেলার মধ্যে কেবলমাত্র কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো। যা
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প সময়ের ব্যবধানে চালু হবে- এমনটি আশা পোষণ করেন অতিথিবৃন্দ। ডিজিটাল এ্যাটেন্ডেন্স ডিভাইস’র উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার রবি শঙ্কর দেওয়ান, আশেকুজ্জামান, সন্দ্বীপ কুমার, বাবলু রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক ফিরোজ জোয়াদ্দার, সহকারী শিক্ষক অনুপ কুমার, হারুন-অর-রশিদ, সুলতানা কামরুন্নেছা, নাছরিন সুলতানা, শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন প্রমুখ।