আশাশুনিতে হতদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ
আশাশুনিতে অপেক্ষাকৃত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠান- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার কুল্যায় ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এপি কার্যালয়ে এপি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র ইনহেল্ডার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্যাংক বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিসের সভাপতিত্বে ও ইনহেল্ডার প্রজেক্ট অফিসার মিলিতা সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে অপেক্ষাকৃত হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বড়দল ও কুল্যা ইউনিয়নের ১৯টি হতদরিদ্র পরিবারকে একটি করে ১০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্লাস্টিকের পানির ট্যাংক প্রদান করা হয়। এরআগে সুভলভোগিদের উদ্দেশ্যে প্রধান অতিথি পানির ট্যাংক ব্যবহার, সঠিক ভাবে কাজে লাগানো এবং সুপেয় পানির ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা রাখেন।