সাতক্ষীরায় পুলিশ রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় সৎ যোগ্য এবং মেধাবিদের পুলিশ রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএম মতবিনিময় সভাটি আয়োজন করেন।
মঙ্গলবার(০৯জুলাই) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইসে্ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসপি মো.সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন,সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে গত ২২ জুন-২০১৯ তারিখে ১৩২০ জন প্রার্থী আবেদন করে।তার মধ্যে প্রাথমিক বাছাই পর্বে ৫২২ জন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হয়।বাকি ৭৯৮ জন প্রার্থী গত ২৩ জুন
লিখিত পরিক্ষায় অংশ নেয়। তার মধ্যে থেকে সৎ, যোগ্য, মেধার ভিত্তিতে ৭২ জন প্রার্থী চুড়ান্ত ভাবে বিবেচিত হয়। চুড়ান্ত প্রার্থীদের মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ১৩ জন। এ দিকে কোন প্রকার যোগাযোগ এবং অবৈধ অর্থ লেনদেন ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পাওয়ায় প্রার্থী এবং অভিবাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে যা ইতি মধ্যে কখনও দেখা যায়নি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতি মুক্ত
দেশ গড়ার যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের সারথি বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে আমরা যে চলমান রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছি তা সততা ও নিষ্ঠার মাধ্যমে করা হয়েছে। যারা মেধাবী যারা দেশ ও জনগণের প্রাণ হবে আমরা আমাদের মেধা দিয়ে যতটুকু বুঝেছি মানুষিক ভাবে যারা দেশের সেবায় নিবেদিত হবে তাদেরকে আমরা রিক্রুট করার সর্বোচ্চ চেষ্টা করেছি। পুলিশ
প্রধানের নির্দেশে আমরা র্দুনীতি মূক্ত সততার সাথে এ দায়িত্ব পালন করেছি এবং কেউ যাতে প্রতারকের দ্বারা প্রতারিত না হয় তার জন্য আমরা সর্বচ্চো চেষ্টা করেছি। ফলশ্রুতিতে এক জন পরীক্ষার্থী ও এক দালাল কে ১১ লক্ষ টাকা সহ ধরা পড়েছে। এই জেলাতে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা তাদের যোগ্যতায় হয়েছে। তাদের শারীরিক এসটাউটনেছের কারণে হয়েছে। যেহেতু এই নিয়োগটা সল্প শিক্ষার। তাই এখানে শারীরিক
ফিটনেস আর মেধার ভিতিত্তে চাকরি হয়েছে। সাতক্ষীরা জেলাতে পদ খালি ছিল ৩২ জনের কিন্তু বিগত দিনের বিভিন্ন সময়ের মুক্তিযোদ্ধা, পোশ্য, আনসার, এতিম কোটায় ৪০ টি পদ খালি থাকায় সব মিলিয়ে আমরা ৭২ জনকে নির্বাচিত করেছি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,সদ্য নিয়োগ পাওয়া ৭২ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ।