কলারোয়ায় পুলিশি অভিযানে চেক জালিয়াতি মামলাসহ ওয়ারেন্ট-ভুক্ত ৭ আসামি গ্রেফতার
কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অপরাধে চেক জালিয়াতি মামলাসহ নারী-পুরুষ মিলে ওয়ারেন্ট-ভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ও সোমবার দু’দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নিদের্শনা মোতাবেক এএসআই শেখ মোস্তাক আহম্মেদ ও এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রোববার রাত সাড়ে ১২ টার দিকে চেক জালিয়াতি মামলায় সিআর ওয়ারেন্ট-ভুক্ত আসামি সাতপোতা গ্রামের শহিদুল্লাহর স্ত্রী খাদেজা খাতুন (৩৪), কাউরিয়া গ্রামের আব্দুল খালেক মল্লিকের ছেলে আবু সাঈদ মল্লিক (৪২) ও একই গ্রামের মনিরুজ্জামান মল্লিকের স্ত্রী নার্গিস খাতুন (৩২)কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সোমবার রাত ২টার দিকে থানার এসআই আছাবুর রহমানের নেতৃত্বে এএসআই জসিম উদ্দিন, তরুন অধিকারী ও এএসআই শেখ মোস্তাক আহম্মেদসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার চার ওয়ারেন্ট-ভুক্ত আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাঁচপোতা গ্রামের মৃত ইসফাতুল্লাহ মুন্সীর ছেলে সলেমান মুন্সী (৪০), চন্দনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৭), দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের ওজিয়ার রহমানের ছেলে মোশাররফ হোসেন (৫০) ও তার ছেলে আলমগীর হোসেন (৩২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা থাকায় তাদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।