বন্দরে কথিত সাংবাদিক জামান গ্রেফতার
বন্দরের সাংবাদিক তথা বন্দর থানা যুব দলের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা ওরফে জামান(৪৭)কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সোনারগাঁ থেকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। ধৃত নুরুজ্জামান মোল্লা ওরফে জামান লাঙ্গলবন্দ চিড়াইপাড়া এলাকার আবদুল কাদের মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে,নুরুজ্জামানের বিরুদ্ধে নাশকতা ও হত্যা চেষ্টাসহ প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে নিজেকে দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি এবং দৈনিক সচেতন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্মের নেতৃত্ব দিয়ে আসছিল। শনিবার দুপুরে একটি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলার ওয়ারেন্টের বলে বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জামান গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করছে। মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদেরকে জানান,জামান,একজন অসৎ ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে সে দীর্ঘ দিন ধরেই এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। দৈনিক মানবজমিন ও দৈনিক সচেতন পত্রিকার মতো সংবাদ মাধ্যমে এ ধরণের ব্যাক্তিকে সুযোগ দেয়া সত্যিকার অর্থেই বেমানান। এসকল পত্রিকায় একটু যাচাই-বাছাই করে প্রতিনিধি নিয়োগ দেয়া উচিত।