ধোনির অবসর নিয়ে যা বললেন মালিঙ্গা
বিশ্বকাপে নিজে মেলে ধরতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত কোন মারকাটারি ইনিংস খেলতে পারেননি এই ভারতীয় ব্যাটসম্যান। তার অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। বিশ্বকাপের পর কি অবসর নেবেন? কথাটা ঘুরপাক খাচ্ছে চারদিকে। তবে শ্রীলংকার লাসিথ মালিঙ্গা মনে করেন, আরো খেলতে পারবেন ধোনি।
ভারতীয় দল রয়েছে ধোনির পাশে। এবার ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। তার মতে, আরও দু’এক বছর খেলতে পারবেন ধোনি। মালিঙ্গা বলেছেন, ‘আমি তো মনে করি ধোনির আরও এক কিংবা দু’বছর খেলা উচিত। গত ১০ বছরে বিশ্বের সেরা ফিনিশার ধোনি। ভবিষ্যতে ধোনিকে টপকাতে কেউ পারবে বলে মনে হয় না। তরুণদের গাইড করে। ধোনির মতো অধিনায়ক ছিল বলেই বর্তমানে ভারতীয় দলটা এত ভালো। এই টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারে ভারত।’
বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচে স্লো ব্যাটিং করেছিলেন ধোনি। ইংল্যান্ড ম্যাচেও সঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি। বাংলাদেশ ম্যাচে ৩৫ করলেও সমালোচিত হয়েছেন। তারপরও ধোনির পাশে দাঁড়ালেন মালিঙ্গা।
বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন মালিঙ্গা। তার মতে, ‘ভারতীয় দলে এত ভালো ভালো ক্রিকেটার রয়েছে যে, অধিনায়ককে বাড়তি কিছু করতে হয় না। একটা দারুণ দল পেয়েছে বিরাট।’ মালিঙ্গার সংযোজন, ‘দলে বুমরাহ, সামির মতো বোলার রয়েছে। নির্দিষ্ট জায়গায় বল ফেলে যাচ্ছে। বুমরাহ তো ডেথ ওভার স্পেশালিস্ট। দলে দু’জন কোয়ালিটি স্পিনার রয়েছে।’ নিজের দল নিয়ে মালিঙ্গার মত, ‘দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আমাদের আগেভাগে ফিরে যেতে হচ্ছে।’