জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা
আগামী ১৪ ই জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার সম্মেলন উপলক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা সদর উপজেলা শাখার আহবায়ক এ্যাড. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও
যুবনেতা মীর মোস্তাক আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড.সাইদুজ্জামান জিকো,যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি,দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি খান,যুগ্ম
সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন। এ ছাড়া ও এ সময় উপস্থিত ছিলেন নাইম,মিঠুন ব্যানজি,রাজিব ফরহাদ,লাবসা ইউঃস্বেচ্ছাসেবক লীগের সভাপতি/ সাধারণ এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল ওয়ার্ডের সভাপতি / সাধারণ সম্পাদক সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।