সাতক্ষীরায় মহাধুমধামে রথযাত্রা
বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় মহাধুমধামে অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া রথযাত্রায় শত শত হিন্দু নারী পুরুষ অংশ নেন। জেলা মন্দির সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রথ যাত্রা।
শহরের পুরাণ সাতক্ষীরা মায়ের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশে রথযাত্রা শুরু হয় । এই যাত্রার সাথে যুক্ত হয় ধুলিহর ও ভোমরাসহ কয়েকটি স্থান থেকে আগত জগন্নাথ দেবের রথ। আনন্দঘন পরিবেশে শহর প্রদক্ষিণ শেষে জগন্নাথদেবের সুসজ্জিত রথ আবার ফিরে যায় মায়ের বাড়ি। ধুলিহর থেকে আসা রথ শহরের কাটিয়া কর্মকারপাড়া মন্দিরে মাসীর বাড়িতে অবস্থান নেয়।
রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ইসকন সভাপতি কৃষ্ণদাস ব্রম্মচারি, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষ, নিত্যানন্দ আমিন, সোমনাথ ব্যানার্জি , গোষ্ঠবিহারী মন্ডলসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।
এদিকে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে মায়ের বাড়িতে ভোরে মঙ্গল আরতি এবং পরে ভগবত পাঠ, ভজন , আলোচনা সভা ও ভোগ আরতি কীর্তন অনুষ্ঠিত হয় ।