তালায় অবৈধভাবে বালু উত্তোলন:ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
তালায় অপরিকল্পিত উপায়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ফের বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোনালী নলতার বালু ব্যবসায়ী মোজাহার সরদারের ছেলে জবেদ আলী সরদারকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাযায়,এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নেতৃত্বে তালা থানার এএসআই প্রসেন ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাস্থল পাইকগাছা-খুলনা প্রধান সড়কের গোনালী নলতা এলাকায় অভিযান চালিয়ে অত্যবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ১৯৫৬ এর ১২ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে মামলা নং-১৬/১৯।জবেদ দীর্ঘ দিন যাবৎ আইনকে তোয়াক্ক না করে প্রকাশ্য দিবালোকে জন গুরুত্বপূর্ণ ফসলি ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলন করে বিস্তীর্ণ জনপদের সাধারণ মানুষকে আতংকের মধ্যে ফেলে দিচ্ছে। এর আগেও ভ্রমমাণ আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছিল। এরপর কিছু দিন বালু উত্তোলন বন্ধ রাখলেও ফের সে বালু উত্তোলন ব্যবসা শুরু করে।