রুশ সাবমেরিনে অগ্নিকাণ্ড, ১৪ নাবিক নিহত
রাশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নাবিক নিহত হয়েছেন।
সোমবার গবেষণার কাজে নিয়োজিত সাবমেরিনটি রুশ জলসীমা পরিমাপের কাজ করছিলো। এ সময়ে এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ফলে সৃষ্ট ঘণ ধোঁয়ায় দম আটঁকে সাবমেরিনটির ১৪ জন নাবিকের সকলের মৃত্যু হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। – খবর বিবিসি
তবে সাবমেরিনটি কি ধরনের ছিলো সে সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি। কিন্তু দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে দুর্ঘটনার শিকার সাবমেরিনটি বিশেষ কাজে ব্যবহৃত একটি ছোট পারমাণবিক সাবমেরিন ছিলো।
অগ্নিকাণ্ডের ঘটনার পর রুশ নৌবাহিনী দ্রুত সেটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে এটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় প্রধান নৌঘাটি সেভারোমোর্স্কে আছে।
সাবমেরিনটিতে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। রুশ নৌ বাহিনী প্রধানের নেতৃত্যে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে নরওয়ের পারমাণবিক তেজস্ক্রিয়তা বিষয়ক কর্তৃপক্ষ দাবি করেছে পারমাণবিক সাবমেরিনটির ভেতরে বিস্ফোরণ ঘটার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে রুশ কর্তৃপক্ষ নরওয়ের এ দাবিকে প্রত্যাখান করেছে।