কালিগঞ্জে সংবাদ প্রকাশের জেরঃ বয়স্ক ভাতার কার্ড পেলেন সুফিয়া বেগম
“আর কত বয়স হলে বয়স্ক ও বিধবা ভাতা পাবে সুফিয়া’” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরে টনক নড়েছে কর্তৃপক্ষের। বৃদ্ধা সুফিয়ার বাড়ী গেলেন ইউ এন ও সরদার মোস্তফা শাহিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান। এসময় হতভাগ্য পরিবারটির আবেদনের প্রেক্ষিতে অতিদ্রুত সময়ের মধ্যে বয়স্ক কার্ড প্রদানের ব্যবস্থা করেন। তারই আলোকে মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে সুফিয়া বেগম (৭৭)কে বয়স্ক ভাতার কার্ড (যাহার নম্বর ৭৭৭) তুলে দেওয়া হয়। সুফিয়া বেগম কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী। কার্ড প্রদান-কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী জ্যোৎস্না ইয়াসমিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক ইশারাত আলী, আব্দুল মাজিদ, ফরিদুল কবীর প্রমুখ।