ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন, চাকরি হারালেন কানাডার শিল্পী!
ট্রাম্পের সমালোচনা করে কার্টুন আঁকায় চাকরি হারালেন কানাডার শিল্পী মিচেল দি আদের। তার সেই কার্টুন সোমবার নেট দুনিয়ায় ভাইরাল হয়। এ জন্য পত্রিকা থেকে কাজ হারিয়েছেন বলে তিনি জানান।
নিজেই টুইট করে জানান, আমার বাড়িতে অসুস্থ মা আছেন। তিনি স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। তিনি শুধু জানেন তার ছেলে কার্টুনিস্ট। আমার উপার্জনেই সংসার চলে।
তবে অভিযুক্ত পত্রিকা ব্রান্সউইক নিউজ ইনক (বিএনআই) তাদের বিরুদ্ধে মিচেলের এই অভিযোগ অস্বীকার করেছে।
কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের কার্টুন আঁকার জন্য আমরা মিচেলকে বরখাস্ত করিনি। তার সঙ্গে চুক্তি এখনো আছে। এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন।
তারা জানায়, অন্য একটি জনপ্রিয় কার্টুন নিয়ে মিচেলের সঙ্গে কথাবার্তা চলছে। মিচেল দি আদের তাদের প্রদায়ক কার্টুনিস্ট।
কয়েকদিন আগে মার্কিন-মেক্সিকো সীমান্তে সালভাদেরর মার্টিনেজ ও তার শিশু কন্যার নিথর দেহ পাওয়া যায়। এই নিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। ডোনাল্ড ট্রাম্পের অমানবিক অভিবাসন নিয়ে দুনিয়ার বিভিন্নপ্রান্তে মার্কিন প্রেসডেন্টের কড়া সমালোচনা চলে।
কানাডার কার্টুনিস্ট মিচেল বাবা-মেয়ে ডুবে মরার ঘটনায় ট্রাম্পকে যুক্ত করে কার্টুন এঁকেছেন। ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প গলফ খেলতে গেছেন। মাঠে শায়িত মার্টিনেজ ও তার কন্যার নিথর দেহ। আর ট্রাম্প তাদের শবের ওপর গলফ খেলার অনুমতি চাইছেন মৃতদের কাছ থেকে।