তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে পাঠদান শুরু
সাতক্ষীরার তালা মহিলা কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে ছাত্রীদের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকালে তালা মহিলা কলেজ মাঠে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান।
ক্রীড়া শিক্ষক গাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা আফরীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, শিক্ষার্থী প্রিতি সাহা, সন্ধি প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত, এবছর কলেজে ৪টি শাখায় ৪৩০ জন ছাত্রী ভর্তি হয়েছে। এসময় তালা মহিলা কলেজ’র সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।