কন্যা সন্তান পরিবারের বোঝা নয়,পরিবারের সম্পদ :নাঈম
কন্যা সন্তান পরিবারের বোঝা নয়,পরিবারের সম্পদ। শুক্রবার (২৮ জুন) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার সাদপুর ফুটবল প্রাঙ্গণে বাল্য বিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধান অতিথির ভাষণে বিশিষ্ট সমাজ সেবক, কালিগঞ্জের কৃতি সন্তান নাজমুল হাসান নাইম উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন,অপ্রাপ্ত বয়সের একজন নারী গৃহিণী কিংবা মা হিসাবে কোনটাই কল্যাণকর নয়। অপ্রাপ্ত বয়সে একজন নারী বাল্য বিবাহে আবদ্ধ হলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া সহ সাংসারিক এবং পারিবারিক নির্যাতনের মুল কারণ হয়ে দাড়ায়।তাই নারী নির্যাতন রোধ এবং আলোকিত সমাজ গড়ার লক্ষ্যেই ১৮ র আগে বিয়ে নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজকের এই এই সমাবেশে গন জাগরণ সৃষ্টি করেন।
তিনি আরো বলেন, নারী সমাজের অগ্রগতি ব্যতীত এই সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।তাই আগামী দিন গুলোতে আলোকিত ভাড়াশিমলা ইউনিয়ন গড়তে অতীতের মতো আমি আপনাদের পাশে ভবিষ্যতেও সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।