নবীগঞ্জে পরিবহণ শ্রমিকলীগের নামে চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে চাঁদাবাজির মহোৎসবে মেতে
উঠেছে কথিত চাঁদাবাজ আলমগীর ও নূর আলী গং। নিজেদেরকে থ্রী হুইলার পরিবহণ শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে চিহ্নিত এ গ্রুপটি সিটি কর্পোরেশনের কোন প্রকার ইজারা না নিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে
চাঁদাবাজি করলেও ভয়ে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছেনা। এদিকে চাঁদা
উত্তোলনের নামে উল্লেখিতরা ২৩নং ওয়ার্ডের কামালউদ্দিন মোড়ে অফিস
কার্যালয়ে গড়ে তুলে ওই সড়কে চলাচলরত কশা,অটোরিকশা,বেবী,টেম্পু,সিএনজিসহ
সকল প্রকার পরিবহণ হতে জোরপূর্বক চাঁদা উত্তোলন করছে। কেউ দিতে আপত্তি
করলে তাকে মারধর করা হচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জনৈক
রিকশা চালক জানান,আমরা গরীব মানুষ সারাদিন রিকশার খেপ মাইরা যা কামাই তার সবই চাঁদা দিতে দিতে শেষ হয়ে যায়। আবার চাঁদা না দিলেও সমস্যা কি যে করি বুইঝা পাইনা। আমার লগের ড্রাইভারটা টেকা না দেওনে হেরে লাঠি দিয়া
ইচ্ছামতোতো বাইরাইছেই হেরপর আবার গাড়ি আটকাইয়া রাইখ্যা কয় তর মালিকে
আমাগো চান্দা দিয়া তারপর গাড়ি লইয়া যাইবো। প্রতিদিন এমনেই চাঁদাবাজী কইরা
থাকে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে
যোগাযোগ করা হলে তিনি জানান,চাঁদাবাজীর বিষয়টি শুনেছি ফোর্সও পাঠানো
হয়েছিল কিন্তু তারা সটকে পড়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে থ্রী
হুইলার পরিবহণ শ্রমিকলীগের নামে চাঁদাবাজী বন্ধের দাবি জানিয়েছে বন্দরের
সর্বস্তরের নিরীহ রিকশা ও অটো চালকরা। তারা এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন
মহলের আশু হস্তক্ষেপের দাবি জানিয়েছে। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির
জরুরী সভা অনুষ্ঠিত