দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
সুন্দরবনের আদলে গড়ে ওঠা সাতক্ষীরার ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকাল ৪টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলটিতে আরো ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব গাজী তারিক সালমন ও আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের সিনিয়র সহকারী সচিব আব্দুল্যাহ আল মাহমুদ।
এ সময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রতিনিধি দলের প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হুমায়ুন কবির রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইছামতীর কোঁলঘেষে এমন সুন্দর একটি বনায়ন সৃষ্টি এবং পরবর্তীতে সেটিকে মানুষের বিনোদনের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সত্যিই বিরল ও অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি পর্যটন কেন্দ্রটির উন্নয়নে আরো বৃহৎ সরকারী উদ্যোগ গ্রহনের জন্যও প্রতিনিধি দলটির সর্বাত্বক প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।