ধুলিহরে ওয়ার্ড আ’লীগ নেতার জমি দখল চেষ্টার অভিযোগ
সাতক্ষীরা ধুলিহরের গোবিন্দপুরে জামাত-শিবির নেতাকর্মীদের নেতৃত্বে ওয়ার্ড আ’লীগ নেতার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শহীদুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শহীদুল ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোবিন্দপুর এলাকার নওশের আলীর পুত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধুলিহর মৌজায় জে এল নং-১০৪, খতিয়ান নং- ৩৬৬৮ এবং ডিপি ৫৪৯৪, দাগ ৫৬৭০ নং দাগে ১২৭ শতক জমির মধ্যে ২৭ শতক ডাঙ্গা জমির কোবলা সূত্রে মালিক শহিদুল ইসলাম। উক্ত জমিতে তিনি দীর্ঘদিন ভোগদখলে আছেন। সম্প্রতি একই এলাকার মৃত বক্স গাজীর পুত্র এবাদুলহক স্থানীয় জামায়াত-শিবির হাইব্রীড আওয়ামীলীগ নেতাকর্মীদের সহযোগিতায় তার সম্পত্তি দখলের চেষ্টা করেন। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৩ জুন ওই এবাদুল ও তার সহযোগীরা শহীদুলের সম্পত্তিতে জোরপূর্বক ঘরের ভীত নির্মাণের চেষ্টা চালায়। শহীদুল প্রতিবাদ করতে গেলে তাকে খুন জখমের হুমকি প্রদর্শন করা হয়।
এদিকে বিগত ২০১৩ সালে আওয়ামীলীগ করার অপরাধে এবাদুলের সহযোগীরা শহীদুল ইসলামের বাড়িঘর ভাংচুর করেছিল তাকে উচ্ছেদের চেষ্টা করেছিল। পরে প্রধানমন্ত্রী শহীদুলকে একটি ঘর বরাদ্দ দেন। উক্ত সম্পত্তিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণ করে বসবাস করছেন বলে জানান শহীদুল। কিন্তু ওই চক্র তাকে উচ্ছেদের জন্য স্থানীয় হাইব্রিড ও জামায়াত-শিবিরে সহযোগিতায় ভীত নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। এঘটনায় ভুক্তভোগী শহীদুল ইসলাম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।