সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিল ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য প্রাণনাথ দাস, মোতাহারুল হক সজল, হেলালুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠন। ইতিপূর্বে গঠনতান্ত্রিক উপায়ে গঠিত কমিটি জনসাধারণের স্বার্থে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছিল। সম্প্রতি গায়ের জোরে অবৈধ একটি কমিটি গঠণ করে বাস টার্মিনালকে কুক্ষিগত রাখার চেষ্টা চালাচ্ছেন সাইফুল করিম সাবু ও গোলাম মোর্শেদ। বক্তারা এ সময় অবিলম্বে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।