সাতক্ষীরায় ভ্রাম্যমাণ বিদ্যুৎ অভিযান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ
সাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে অভিযান পরিচালনা করে ৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ওজোপাডিকো’র গ্রাহকদের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মিটার ও বৈদ্যুতিক হিটার জব্দ করেন। কদমতলা বাজারের বিভিন্ন বিভিন্ন তুষ মিলে অভিযান পরিচালনা করে পরে শহরের কাটিয়া মাগুরা এলাকার মিলন পাল (গোল্ডেন মিলন) এর বাড়িতে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন এর ছেলে ভাড়াটিয়া মঈন উদ্দীনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মিটার ও বৈদ্যুতিক হিটার জব্দ করেন।পরে শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মৃত্যু আলহজ্ব গোলাম আকবরের ছেলে মোঃ: আবুল বাসারের বাসা বাড়ির প্রি-প্রেইড মিটার লক করে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাবহার করতো সেখান থেকে সংযোগ বিচ্ছিন্ন মিটার ও তার জব্দ করে।
পরে তার ভাই মোঃ: আবু জাফরের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স এস এস ট্রেডার্স এর অবৈধ্য বাইপাস বিদ্যুৎ সংযোগ ব্যাবহার করে আসছিলেন সেখান থেকে সংযোগ বিচ্ছিন্ন মিটার ও তার জব্দ করে।অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন এ্যসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহামান,সাব এ্যসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রুবেল, সাব এ্যসিস্টেন্ট ইঞ্জিনিয়ার শফিকুর রহমা, লাইন ম্যান ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি।
সাতক্ষীরা ওজোপাডিকো’র প্রকৌশলী হাবিবুর রহমান জানান,লোডশেডিং কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হাচ্ছে। যদি কোন ব্যক্তি অবৈধ্য বিদ্যুৎ সংযোগ ব্যাবহার করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।