কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে অতিষ্ঠ গ্রাহকগণ
কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে দিশেহারা ও অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকগণ। এ বিষয় নিয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী লিখিতভাবে গণস্বাক্ষর সম্বলিত এক অভিযোগপত্র দাখিল করেছেন। গ্রাহকগণ সাংবাদিকদের জানান, উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল দেয়ার আগে বিদ্যুৎ অফিসের কোনো কর্মচারী গ্রাহকের বাড়িতে মিটার চেক করতে বা মিটারে কত ইউনিট উঠেছে তা যাচাই করতে আসেননি। অথচ তারা জুন মাসের বিদ্যুৎ বিল পেয়ে গেছেন। প্রত্যেকটা বিলে বিগত মাসের চেয়ে ২/৩ গুণ বেশি বিল লিখে দিয়েছেন। গ্রাহকরা বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে মিটারের সাথে মিলিয়ে দেখেন যে বর্তমান মিটারের ইউনিটের সাথে বিলের কাগজের কোন মিল নেই। এ কারণে পল্লী বিদ্যুতের গ্রাহকরা ভৌতিক বিলে অতিষ্ঠ ও দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি প্রতিকারের প্রত্যাশায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন অনেক গ্রাহকবৃন্দ। এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদ সেলফোনে বলেন, ভৌতিক বিল তৈরি করার কোনো সুযোগ নেই। যদি বিলে কোনো ভুল-ত্রুটি থাকে তবে তা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সংশোধন করার সুযোগ রয়েছে গ্রহকগণের। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই।