কলারোয়ায় কৃষাণ-কৃষাণীর ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের আয়োজনে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডি এই অংগ) এর আওতায় ৬০ জন কৃষাণ/কৃষাণীর ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, খামার বাড়ি সাতক্ষীরা’র কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। সহকারি প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃসি কর্মকর্তা কৃষিবিদ মো: মহাসীন আলী। উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা একে এম মামুনুর রশিদ ও মোঃ আবির হোসেনসহ বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষাণ/কৃষাণীবৃন্দ।
প্রধান প্রশিক্ষক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১ ইি জায়গা পড়ে থাকবেনা। তিনি আরও বলেন, আপনারা গর্বিত কৃষাণ/ কৃষাণী সম্মানের সাথে মাথা উঁচু করে চলবেন। আগামি ২১ সালের মধ্যে প্রত্যেক কৃষক হবেন এক একজন ব্যবসায়ী। তারা উৎপাদন করবেন বিষমুক্ত খাদ্য, যা চাহিদা মিটিয়ে অবশিষ্ট অংশ বিক্রি করবেন।