নড়াইলের নৈশ প্রহরী হত্যা মামলার আসামি আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর থেকে গ্রেফতার
নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশ প্রহরী মান্নান শেখ (৫০) খুনের ঘটনায় জড়িত থাকার দায়ে দুই আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলা পুলিশের সহায়তায় আসামিদেরকে শনাক্ত করে যশোর কোতয়ালী থানাধীন রাজারহাট ও রামনগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার কোতয়ালী থানাধীন বেজপাড়া চারখাম্বা এলাকার মোঃ ঝন্টু শেখের ছেলে মোঃ বিপ্লব শেখ (১৯) ও একই থানাধীন রামনগর মোল্যাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে নাইম (২০)। আসামিদের গ্রেফতারের পর বুধবার (২৬ জুন) বেলা ১২টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, পিপিএমসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তরের নড়াইল জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শাহী, দৈনিক খবর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার, দৈনিক সমাজের কাগজ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, দৈনিক একুশে নিউজ’র জাহাংগীর সেখ, নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম, আকতার মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিং চলাকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) জানান, আটককৃত আসামিরা খুনের ঘটনা স্বীকার করেছে। তারা শুধুমাত্র মান্নান শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই খুনটি করেছে। তাদের দেখানো মতে খুনে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তাদের আরো জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি জানান।