পার্কের ওপর নজরদারি চালাবে রোবট পুলিশ!
পার্ক বা যেকোনো স্থানে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগ নতুন ভাবে রোবট মোতায়েন করেছে পার্কের ওপর নজরদারি চালানোর জন্য। ডিমাকৃতির এই রোবট হান্টিংটন পার্কে রাখা হয়েছে। সেই রোবটটি চাকার সাহায্যে চলাচলে সক্ষম। ইলন মাস্ক এই রোবটটি তৈরি করেন। তিনি রোবটটির ব্যাপারে এক টুইটে দাবি করেছেন, এই রোবট টার্মিনেটর সিনেমার রোবটের মতো।
এই রোবটটি চারিদিক থেকে সরাসরি ভিডিও পুলিশ বিভাগে পাঠাতে সক্ষম। এমনকি নিজেই টুইটার অ্যাকাউন্টও চালাতে পারে। প্রয়োজনানুসারে অপরাধ সংক্রান্ত ভিডিও সংরক্ষণ করে রাখে। পার্কে বেড়াতে আসা লোকজনকে শুভ দিন, শুভ সকাল, ভালো থাকবেন, ধন্যবাদ ইত্যাদি বলতে পারে এই রোবট। ক্যালিফোর্নিয়া পুলিশের দাবি, রোবটটি মোতায়েনের ফলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে।
Please follow and like us: