ম্যাককালামের মতে সেমিফাইনালে যাবে যারা
‘বাংলাদেশ শুধুমাত্র শ্রীলঙ্কার সঙ্গে জিতবে, হারবে বাকি আট দলের বিপক্ষে।’ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপে ফেসবুকে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। টাইগারদের এই দুর্দান্ত জয় ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে।
পরের তিন ম্যাচের মধ্যে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া হয় টাইগারদের। আর শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।
নিজেদের পঞ্চম ম্যাচে ফের জয়ে ফেরে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ের ফলে ব্রেন্ডন ম্যাককালাম করা সেই ভবিষ্যদ্বাণী পুরোপুরি ভুল প্রমাণিত হয়।
এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন সেমিফাইনাল খেলবে কোন কোন দল তা নিয়ে। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশকে আবারো এড়িয়ে গেলেন ম্যাককালাম।
ম্যাককালাম বলেন, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় আমরা ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখব। সেই বড় মুহূর্তটা কোন দল কাজে লাগাতে পারবে? আমি নিশ্চিত নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস থাকবে-তারা পারে।
ম্যাককালাম বলেন, অনেকেই নিউজিল্যান্ডকে আন্ডারডগ বলে। কিন্তু তারা নিউজিল্যান্ডের খেলা দেখে না। অন্য দলগুলোর মতো নিউজিল্যান্ডের খেলা সেভাবে সম্প্রচারিত হয় না বলে ক্রিকেটবিশ্ব তাদের সম্পর্কে সব তথ্য জানতে পারে না।