চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ
কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম লিখিত বক্তব্য পাঠকালে বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে এবং আগামী ২৫ জুলই মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ব্যাপক গণসংযোগ চালাচ্ছি। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সার্বক্ষণিক দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। অথচ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও তার ভাই মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার আমাকে না জানিয়ে গত ২১ জুন দলীয় প্রার্থী বাছাই করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা তার আপন ভাই গাজী গোলাম সরোয়ারকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। যেটা মজিদপুর ইউনিয়ন বাসী মেনে নিতে পারেনি। গতবার মজিদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু একই ভাবে গোলাম সরোয়ারকে দলীয় প্রার্থী হিসাবে বাছাই করা হয় এবং নির্বাচনে নৌকার প্রার্থী হয়েও গোলাম সরোয়ার বিপুল ভোটে বিএনপির প্রার্থী আবু বকর আবুর নিকট পরাজিত হয়। আগামী ২৫ জুলাই মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রদান করেন তবে আমি বিপুল ভোটে জয়লাভ করব বলে আশাবাদ ব্যক্ত করি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নিরপেক্ষ ভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের দাবী জানাই। সংবাদ সম্মেলনে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা নূরুল ইসলাম, পীর আলী, ফজলুর রহমান, আলাউদ্দীন, মতিয়ার রহমান, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে জন্য গত ২২ জুন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয়-নেতা কর্মীরা মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে বাছাই করে।