দেবহাটায় মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
দেবহাটায় মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের রামনগরে এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: