সাতক্ষীরায় মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার খুলনা মহাসড়কে ত্রিশ মাইল এলাকায় মোটর সাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরহী কামরুল ইসলাম ও আব্দুস সালাম সরদার নান্নু (৩৫) নিহত হয়েছে ।এই সময় এ্যাম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী আহত হয়েছে । আজ দুপুরে এই ঘটনাটি ঘটে ।
নিহত কামরুল ইসলাম (৪০) সাতক্ষীরা শহররে লস্কর পাড়া গ্রামের আবুল বাসারের ছেলে ও নিহত আব্দুস সালাম সরদার নান্নু (৩৫) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া গ্রামের ইন্তাজ আলী সরদারের ছেলে ।
সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কামরুল ইসলাম ও ন্নানু সরদার মোটর সাইকেল করে সাতক্ষীরা শহরের দিকে আসতে ছিলো । আর এ্যাম্বুলেন্সটি সাতক্ষীরা শহর থেকে তালার দিকে যাচ্ছিলো । পথিমধ্যে ত্রিশ মাইল এলাকায় পৌছালে এই দুর্ঘটনাটি ঘটে । এবং ঘটনা স্থানে কামরুল ও নান্নু নিহত হয়। তিনি আরও বলেন আহতদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।