সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতর’র উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ
শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে সদর উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সহায়তা দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রাম হবে শহর এই পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও শেহমান ইয়ারদান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, আশাশুনি সমাজসেবা অফিসার সুমনা শারমিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইসরাইল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসান, উপজেলা রিসোর্স সেন্টার ইনচার্জ ইয়াছিন আলী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, মোস্তাফিজুর রহমান ছোট, মজনুর রহমান মালি, এস.এম মোশারফ হোসেন প্রমুখ।
২০১৮-১৯ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্দকৃত ২ হাজার ৩শ’ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।