কুমিল্লায় ৫৮১ শূন্য পদের প্রার্থী পৌনে এক লাখ
কুমিল্লার ১৫ উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুটি ধাপে নেয়া হচ্ছে। এতে ৫৮১ শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ হাজার ৭৩৪ পরীক্ষার্থী।
শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে প্রথম ধাপে সাত উপজেলার নিয়োগ পরীক্ষা এবং বাকি আট উপজেলার পরীক্ষা ২৮ জুন নেয়া হবে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী জানান, পুরো জেলায় দুটি ভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। শুক্রবার প্রথম ধাপে জেলার আদর্শ সদর, লাকসাম, দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম ও হোমনা উপজেলায় পরীক্ষা নেয়া হবে। এই উপজেলাগুলোর ৪২টি কেন্দ্রে ৪৩ হাজার ২৬৫ পরীক্ষার্থী অংশ নিবেন। সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া ২৮ জুন বাকি আট উপজেলার মধ্যে একই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। উপজেলাগুলো হলো সদর দক্ষিণ,বুড়িচং, ব্রাহ্মণপাড়া, বরুড়া, মনোহরগঞ্জ, তিতাস, মেঘনা, নাঙ্গলকোট, চান্দিনা, লালমাই। এসব উপজেলার ৪১টি কেন্দ্রে পরীক্ষা দিবে ৪১ হাজার ৪৬৯ পরীক্ষার্থী।
কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অবাধ, স্বচ্ছ ও নকলমুক্তভাবে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রবেশপত্র ছাড়া অন্য কিছু সঙ্গে না রাখতে আবেদনকারীরদের প্রতি আহবান জানানো হয়েছে।
তিনি আরো জানান, পরীক্ষা চলার সময় জেলা প্রশাসন থেকে পাঁচটি ভিজিলেন্স টিম কাজ করবে। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রতিটি কেন্দ্র দুইজন কর্মকর্তা কাজ করবেন।