লাল সবুজের পাঠশালায় অভিভাবক সমাবেশ
সাতক্ষীরায় লাল সবুজের পাঠশালায় শিশু ও কেজি শ্রেণির অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাঠশালার সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পাঠশালার সহকারি প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামানসহ অভিভাবকসদস্য বক্তব্য রাখেন।
সমাবেশে পরিচয়পর্ব ও অভিভাবকদের কাছ থেকে স্কুলের সার্বিক বিষয়ে মতামত গ্রহণ করা হয়। সমাবেশে অভিভাবকরা স্কুলের পড়ালেখাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে স্কুলের আরো সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, লাল সবুজের পাঠশালার সচিব মোঃ আসাদুর রহমান।
Please follow and like us: