কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল আরোহি (২৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে যশোর সাতক্ষীরা সহাসড়কের কাজিরহাট ডিগ্রী কলেজের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান-বাগুড়ি বেলতলার দিক থেকে দ্রুত গতিতে এক অজ্ঞাত পরিচয়ে যুবক মোটরসাইকেল যোগে কাজিরহাট কলেজের সামনে পৌছালে সে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে মেরে দেয়। এতে সে ঘটনা স্থালে মারা যায়। এসময় অপর এক বাইসাইকেল চালক এ ঘটনা দেখতে গিয়ে তিনিও রাস্তার পড়ে আহত হন। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
Please follow and like us: