চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়াও মামলার ১৫ জন আসামির মধ্যে চারজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন।
এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামের পাশে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। মনিরুল শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
Please follow and like us: