মুন্সিগঞ্জ গ্যারেজে সড়ক জনপদ পদক্ষেপ না নেওয়ায় নির্মাণ হয়ে গেল অবৈধ ঘর
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার সরকারি জায়গা দখল নিয়ে নিষেধ করা সত্ত্বেও তা অমান্য করে সরকারি জায়গা দখল করে চলে আসে একদল স্বার্থন্বেষী মহল। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজে সরকারি সড়ক জনপদের জায়গা দখল করে অবৈধ 5 কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করছে।
বারবার সড়ক জনপদের উপসহকারী প্রকৌশলীকে জানানো হলো পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়ার কথা বলে। কিন্তু মাস পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়নি সড়ক জনপথ বিভাগ থেকে। তাহলে কি সড়ক জনপদের কর্মকর্তাদের ম্যানেজ করে দখলদারা সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কাজ শেষ করছে। সড়ক জনপদের সহযোগিতায় ঈশ্বরীপুর ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে রব গাইন ও মুন্সিগঞ্জ উত্তর কদমতলার মুনছুর সর্দারের ছেলে রাজ্জাক সরদার।
স্থানীয় কিছু স্বার্থান্বেষী ও সড়ক ও জনপদের কর্মকর্তাদের ম্যানেজ করে। বহাল তবিয়তে সরকারি সড়ক জনপদের জায়গা দখল করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। দখল কারিরা প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।121 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পথ বন্ধ করে নির্মাণ করছে ভবন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। বিষয়টি সাতক্ষীরা সড়ক জনপথ উপ-সহকারী প্রকৌশলী কামরুল শেখকে জানানো হলে, তিনি নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়ার কথা বলে বিভিন্ন ভাবে তাল বাহানা করতে থাকে।
কিন্তু দখলকারীরা তার নিষেধ অমান্য করে বহাল তবিয়তে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যাহাতে এ ধরনের অবৈধ স্থাপনা পরবর্তীতে নির্মাণ না করতে পারে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী।