নলতায় শিশুর প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিশুর প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় বুধবার (১৯ জুন) সকাল ৯ টায় রেডিও নলতা ৯৯.২ এফএম এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে এবং সিসিডি বাংলাদেশ’র প্রোগ্রাম কোর্ডিনেটর শামসুন্নাহার সুইটির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মনোতোজ কুমার ম-ল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মেদ এবং স্বাগত বক্তব্য রাখেন, সি সি ডি বাংলাদেশ’র যুগ্ম পরিচালক ও রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন।
অনুষ্ঠানে শিশুর প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। এসময় তিনি বলেন-সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১০০ কোটি শিশু কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই শিশু নির্যাতনের অবসান কিভাবে ঘটানো যায়, সে বিষয়টা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বড় উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ মোট ১০টি সংস্থা শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাত কৌশল তৈরি করেছেন। তারা মনে করেন, এই কৌশলগুলো বাস্তবায়নে কেউ এককভাবে কাজ করতে পারবে না। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মহসিন, সমাজকর্মী শম্পা ঘোষ^ামীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ইন্সপায়ার টেকনিক্যাল প্যাকেজের আওতায় রেডিও নলতা ৯৯.২ এফএম এর সহায়তায় সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) এ কর্মশালার আয়োজন করে।