দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে উপজেলা শিক্ষা প্রশাসনের সাথে জমিয়াতুল মোদার্রেছীনের মত বিনিময়সভা
দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা মাদ্রাসা প্রধানদের উপজেলা শিক্ষা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ জিয়াউদ্দিন, সেক্রেটারী অধ্যাপক আলহাজ¦ মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওঃ আলতাফ হোসেন, উপজেলা সভাপতি আলহাজ¦ মাও. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাও. জালাল উদ্দিন, উপাধ্যক্ষ মাও. হাবিবুর রহমান, অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, জেলা দপ্তর সম্পাদক মাও. আব্দুল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা প্রশাসনের গৃহিত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ কর্মসূচির আওতায় বিভিন্ন মুখি কর্মসূচি এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী বিতর্কসভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
প্রধান অতিথি ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং প্রতিদিনের সমাবেশে নীতি বাক্যের প্রচলনের প্রতি গুরুত্বারোপ করেন।
দুর্নীতি দমন কমিশনের সভাপতি ও সাধারণ সম্পাদক দূর্নীতিমুক্ত আদর্শ প্রজন্ম গড়ার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়ার এ অঙ্গীকার গ্রহণের জন্য শিক্ষদের প্রতি আহ্বান জানান।